No Internet Connection !

পাবনা জেলা পরিচিতি

প্রশ্ন: পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮৩২ সালে।
প্রশ্ন: পাবনা জেলার সীমানা কি? উ: পাবনা জেলার সীমানা:

✅ উত্তরে: নাটোর ও সিরাজগঞ্জ

✅ দক্ষিণে: কুষ্টিয়া ও রাজবাড়ি

✅ পূর্বে: মানিকগঞ্জ ও যমুনা নদী

✅ পশ্চিমে: নাটোর ও কুষ্টিয়া জেলা


প্রশ্ন: পাবনা জেলার আয়তন কত? উ: ২,৩৭১.৫০ বর্গ কি: মি:।
প্রশ্ন: পাবনা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: প্রদীপ্ত পাবনা।
প্রশ্ন: পাবনা জেলার গ্রাম কতটি? উ: ১,৫৪৯ টি।
প্রশ্ন: পাবনা জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭৪ টি।
প্রশ্ন: পাবনা জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯ টি। পাবনা সদর, চাটমোহর, ঈশ্বরদী, সুজানগর, ফরিদপুর, আটঘরিয়া, সাঁথিয়া, ভাঙ্গুরা ও বেরা।
প্রশ্ন: পাবনা জেলার পৌরসভা কতটি? উ: ৯ টি। (পাবনা, বেড়া, ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাথিয়া, সুজানগর, আটঘরিয়া)।
প্রশ্ন: পাবনা জেলার নদ-নদী কি কি? উ: যমুনা, পদ্মা, আত্রাই, বড়াল, গঙ্গা, ইছামতি ইত্যাদি।
প্রশ্ন: পাবনা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: ঔষধ শিল্প, তাঁত শিল্প, পাকশী কাগজ ও বিড়ি শিল্প, চিনি কল প্রভৃতি ।
প্রশ্ন: পাবনা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: হেমায়েতপুর মানসিক হাসপাতাল, হার্ডিঞ্জ ব্রিজ, বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র।
প্রশ্ন: পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: এম আর আখতার মুকুল, দাউদ হায়দার, প্রমথ চৌধুরী, বন্দে আলী মিয়া, মুহম্মদ মনসুর উদ্দিন, ডা. ফজলে রাব্বি, সরদার জয়েনউদ্দীন, অধ্যাপক আবু সাইয়িদ, মতিউর রহমান নিজামী, এ কে খন্দকার।
তথ্যসূত্র: pabna.gov.bd
top
Back
Home
Gsearch